🟠জাফরান এবং উদের মন মাতানো সুঘ্রান যে কাউকে মাতোয়ারা করবেই নিমিষেই
জাফরানী উদের ঘ্রাণ বিশ্লেষণ
কাশ্মীরের জাফরানের বাগানে একটি সকাল ঘুরতে যাওয়া এ যেন আমাদের জীবনে এক কল্পনা এবং স্বপ্নের মত। সহসাই মনটা যেন ছুটে যেতে চায় জাফরানের বাগানে। সকালের প্রথম সূর্যের আলো যখন জাফরানের পাপড়িতে পড়ে কি যে এক সৌন্দর্য তৈরী হয় তা নিজ চোখে অবলোকন না করলে বলে বুঝানো সম্ভব না!
এমনই এক কল্পনার দুনিয়ায় বিচরন করাবে আমাদের স্যাফ্রন উদ সুগন্ধিটি।
শুরুতেই জাফরানের মিষ্টি ঘ্রান আর সাথে রোজ পেটাল বা পাপড়ির শার্প একটা সুইট নট আপনাকে নিয়ে যাবে এক অন্য রাজ্যে।
সময়ের সাথে সাথে এর ঘ্রানের বিস্তর পরিবর্তন পরিলক্ষিত হয়।
খানিকটা সময় কেটে যেতেই গোলাপের পাপড়ির ঘ্রানটা কেটে যেয়ে পু্রোদস্তুর ভাবে জেকে বসে উদের ঘ্রান।
জাফরান এবং উদের অসাধারন এই কম্বিনেশনের পারফিউম অয়েল বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি।
উদের সাথে জাফরানের ঘ্রান এতটাই মনমুগ্ধকর যে ব্যবহারের পরেই এর আভিজাত্য লক্ষ্য করবেন